রাঙ্গামাটি স. কলেজে শহীদ ভরদ্বাজ মনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন – হিল ভয়েস

হিল ভয়েস

হিল ভয়েস, ১৭ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: আজ ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস মাঠে শহীদ ভরদ্বাজ মনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৪ আরম্ভ হয়। উদ্বোধনী পর্বে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গ্যা। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সুনীতি বিকাশ চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন পিসিপি কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা, পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রনেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা।

উদ্বোধনী ম্যাচের শুরুতে শহীদ ভরদ্বাজ মনির স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ ভরদ্বাজ মুনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ আয়োজন কমিটির সদস্য করুন জ্যোতি চাকমা।

বিশেষ অতিথি বক্তব্যে সুনীতি বিকাশ চাকমা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও নিজেকে বিকশিত করা যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে।

বিশেষ অতিথি বক্তব্যে শান্তি দেবী তঞ্চঙ্গ্যা শহীদ ভরদ্বাজ মুনির ত্যাগের কথা স্মরণ করে বলেন, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার লাভের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মুনির আত্মত্যাগ জুম্ম ছাত্র সমাজকে জেনে নিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। তাই এরকম টুর্নামেন্ট আয়োজন একটি যুগোপযোগী সিদ্ধান্ত।

তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, এরকম টুর্নামেন্ট ভবিষ্যতে আরো আয়োজন করার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মহিউদ্দিন প্রথমে শহীদ ভরদ্বাজ মুনির আত্মার শান্তি কামনা করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের ভরদ্বাজ মুনির আত্মত্যাগের বিষয়টি অধ্যয়ন করার কথা বলেন। শহীদ ভরদ্বাজ মুনির মতো অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের সর্বাগ্রে থাকতে হবে বলে দিক নির্দেশনা দেন। শিক্ষার্থীদের সবক্ষেত্রে নিজেকে সুশৃঙ্খল এবং পড়াশোনার পাশাপাশি এধরনের খেলাধুলায় অংশগ্রহণের কথাও তিনি বলেন।

পরিশেষে, শহীদ ভরদ্বাজ মুনি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর আহ্বায়ক পলক চাকমার বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী ম্যাচের সংক্ষিপ্ত আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

এরপর প্রধান অতিথি জনাব মো. মহীউদ্দীন ও পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা খেলার উদ্বোধন করেন।

টুর্নামেন্টে ছাত্রদের মোট ২৪ টি টিম এবং ছাত্রীদের মোট ৮ টি টিম অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে ছাত্রদের টিমে মুখোমুখি হয় “এ” গ্রুপের কেওক্রাডং টিম ও জুনোপর টিম। এতে টিম জুনোপর বিজয়ী হয়। ছাত্রীদের টিমে মুখোমুখি হয় “এ” গ্রুপের শিরোপা টিম ও চৈতী টিম এবং এতে শিরোপা টিম বিজয়ী হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *