রাজধানীর তিন জায়গায় সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রথম আলো

দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে সাড়ে তিন ঘণ্টা অনশন করে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন।

দাবি আদায়ে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। কাকরাইল মসজিদের মোড়ে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানে রাস্তার পাশে অনশন শুরু করেন তাঁরা। বেলা সাড়ে তিনটার দিকে রাস্তার পাশ থেকে কাকরাইল মসজিদ মোড়ের সড়কে বসে পড়েন মঞ্চের নেতা-কর্মীরা।

এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৪টা ৪০ মিনিটে অনশনস্থলে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহত রেহানের বোনের মাধ্যমে দাবিসংবলিত স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চ। সংগঠনের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বলেন, তিন দফা দাবির বিষয়ে সাত দিনের মধ্যে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত বা কার্যক্রম শুরু না হলে ২৯ ডিসেম্বর বেলা একটায় ইনকিলাব মঞ্চ সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *