সাদপন্থিদের মসজিদে প্রবেশ ও আমল নিষিদ্ধ চান জুবায়েরপন্থিরা 

RisingBD – Home


রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৯ ডিসেম্বর ২০২৪  

রাজশাহীর মারকাজ মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়


তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের নিষিদ্ধ করাসহ পাঁচদফা দাবি তুলে ধরেছেন রাজশাহীর মাওলানা জুবায়েরপন্থিরা। দেশের সব মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করারও দাবি জানান তারা। 

ররিববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরের উপশহর মারকাজ মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এ সব দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো, টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়েরপন্থিদের ওপর হামলাকারী সাদপন্থিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; রাজশাহী মহানগর ও জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা; রাজশাহীর সাদপন্থিদের গ্রেপ্তার, গত ১৮ ডিসেম্বরের ওই ঘটনার সময় রাজশাহীর যেসব সাদপন্থি ইজতেমা ময়দানে হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের মসজিদে সাদপন্থিদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল্লাহ তালহা। তিনি বলেন, সাদপন্থিদের বর্বরতা দেশ ও বিদেশে ইসলাম এবং শান্তিপ্রিয় মুসলমানদের ব্যাপারে ভুল মেসেজ পৌঁছে দিচ্ছে। তাই তাবলিগের নামে এ জাতীয় কার্যকলাপ বাংলাদেশের মতো শান্তিপ্রিয় মুসলিম দেশে চলতে দেওয়া যায় না। তাই তারা সাদপন্থিদের সবখানে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।

এ দিন উপশহর মারকাজ মসজিদে জুবায়েরপন্থিদের যাওয়া নিয়ে আগে থেকে উত্তেজনা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন ছিল। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা/কেয়া/বকুল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *