মহালছড়িতে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

CHT NEWS


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আত্মশক্তিই
আসল শক্তি, বিজয় অর্জনের লক্ষ্যে সংগঠিত হোন, প্রস্তুতি জোরদার করুন, No Full Autonomy
No Rest, Long live UPDF
” এই ব্যানার শ্লোগানে খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের
২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টায়
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও ‘আমরা করবো জয়’ গানটি বাজানোর মধ্যে দিয়ে জাতীয় পতাকা
ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

তারপরে যথাযোগ্য মর্যাদায় এ যাবতকালে অধিকার
প্রতিষ্ঠার আন্দোলনে সকল বীর শহীদদের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
করা হয় এবং শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।


পরে অনুষ্ঠিত সভায় ইউপিডিএফের মহালছড়ি ইউনিটের
সংগঠক বিজগ খীসার সঞ্চালনায় ও মিত্র চাকমার সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন ইউপিডিএফ
সংগঠক মংগ্রী মার্মা, বিকাশ চাকমা, প্রকাশ চাকমা ও অজয় চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন
সংগঠক মংগ্রী মার্মা। সভায় সঞ্চালক বিজগ খীসা কেন্দ্রীয় কমিটির প্রেরিত কর্মীবাহিনী
ও জনগণের উদ্দেশ্যে বার্তা পড়ে শোনান।

সভায় মিত্র চাকমা পার্টির ২৬তম প্রতিষ্ঠারবার্ষিকীতে
আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে পার্টি আপোষহীন লড়াইয়ে গৌরবের
সাথে আজ ২৬ বছর পূর্ণ করেছে। শত দমন-পীড়নেও পার্টির অগ্রযাত্রা থামিয়ে রাখা যায়নি।

 তিনি
আরো বলেন, আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান
ও সুদৃঢ় করার জন্যে। এই গৌরবের দিনটিকে সামনে রেখে সাবাইকে আরো উজ্জীবিত করার জন্যে।
আমরা জানি গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। বাঙালিদের জন্যে দেশ
দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমাদের কাছে যেন সেই
অধিকার এখনো অধরাই রয়ে গেছে। তাই আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সকলকে আরো বেশি সচেতন
হতে হবে।

মিত্র চাকমা বলেন, অধিকার প্রতিরষ্ঠার আন্দোলন
করতে গিয়ে আমাদের এ যাবত নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়ে, নানা ঘটনার মুখোমুখি হতে
হয়েছে। আগামীতে আরো কঠিন পরিস্থিতির সন্মুখীন হতে হবে আমাদের। আমাদের অধিকারের জন্য
ঐক্যবদ্ধ হয়ে আরো কঠিন কঠোরভাবে আন্দোলন করতে হবে।

শেষে তিনি সভায় উপস্থিত পার্টির নেতা-কর্মীদের
শপথনামায় শপথনামা পাঠ করিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।

এদিকে, মহালছড়ি সদর ও চম্পাঘাট এলাকা থেকে
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসা দুইটি মহেন্দ্র গাড়ি সেনাবাহিনী আটকিয়ে লোকজনকে নানা
হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *