সারা দেশে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল 

Bangla Tribune

সারা দেশে অব্যাহতভাবে নারী ও শিশুদের ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাজু ভাস্কর্যের সামনে থেকে এ মিছিল শুরু হয় এবং শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ফেডারেশনের সভাপতি আরমানুল হক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা নারীদের ঘরে বন্দী রাখতে চান, ভয়ভীতি প্রদর্শন করতে চান, তারা পতিত স্বৈরাচারের দোসর। নারীদেরকে তারা ভয় পায় কারণ এই নারীরাই সারা দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, পরিবার আর সমাজের শত বাধা অতিক্রম করে তারা রাজপথে ছিল।

ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক নুসরাত হক বলেন, নারী ভিক্টিমদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে, সারা দেশে নারী পুলিশ নিযুক্ত করতে হবে, যারা নারীদের বিষয়াবলি সম্পাদন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাকিবুর রনি বলেন, আমরা যে সুন্দর নিরাপদ বাংলাদেশের জন্য জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, আজকে তার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। আগে যেমন আমাদের ন্যায্য দাবি আদায় করতে রাস্তায় দাঁড়াতে হতো, এখনও আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমাদের জীবনের গুণগত পরিবর্তন হয়নি। আমাদের স্বপ্নগুলো আবারও বেহাত হয়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার বলেন, আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? কখন আমরা নির্ভয়ে থাকতে পারবো? লীগের আমলেও আমাদের ধর্ষণের শিকার হতে হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *