jagonews24.com | rss Feed
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নয়াপুর বাজার এলাকার চারটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে কয়েকটি গ্রামের ১২০০ বাড়ির দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। একপর্যায়ে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশগুলো স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
মো. আকাশ/এসআর/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।