এনসিপি’র আত্মপ্রকাশ: মানিক মিয়াতে বাড়ছে মানুষের ভিড়

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতার রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’-এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশে নতুন দলের ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সেখানে জমায়েত হতে শুরু করেছেন।

দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রায় প্রস্তুত। এখন চলছে শেষ সময়ের মঞ্চ গোছানোর কাজ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ করছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি। এই দলের শীর্ষ পদে থাকছেন আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করার কথা জানিয়েছেন দলের নেতারা।

গতকাল ২৭ ফেব্রুয়ারিই দলের নাম এবং শীর্ষ পদে কারা থাকছেন সেই বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা আখতার হোসেন নতুন দলটিরও সদস্য সচিব হিসেবে রয়েছেন।

মূখ্য সমন্বয়ক হিসেবে আছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে।

এছাড়া সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্যে যে কেউ।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *