মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে বখাটের হামলার

Bangla News


সংগৃহী প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চেয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন বাবা। আহত অবস্থায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।  


ভুক্তোভোগী ওই ছাত্রী গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।  


বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আমার স্কুলের ছাত্রীর (ভুক্তভোগী) পথরোধ করে হাত ধরে টানা-হেঁচড়া করে নাঈম নামে এক বখাটে। এমন অভিযোগ করে বিচার দাবি করেন ভুক্তভোগীর বাবা আনোয়ার মাতুব্বর। পরে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছিল। এ ঘটনার জের ধরে ছাত্রীর বাবাকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি।


এদিকে অভিযুক্তদের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কল না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  


মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, ঘটনার বিষয়ে মোবাইলফোনের মাধ্যমে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  


বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *