হয়নি চুক্তি স্বাক্ষর, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে তীব্র বাকবিতণ্ডা

চ্যানেল আই অনলাইন

তীব্র বাকবিতণ্ডার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন। এ বৈঠকে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় ২৮ ফেব্রুয়ারি শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এসময় ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও তা সম্ভব হয়নি।

বৈঠকে ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তিনি জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগ এনে বলেন, আপনার দেশের মানুষ খুব সাহসী; কিন্তু আপনাকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আর আপনাদের পাশে থাকব না। আমরা না থাকলে আপনাকে একাই লড়তে হবে।

ট্রাম্প আরও বলেন, জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন। মানুষ মারা যাচ্ছে, সেনাবাহিনীর সংখ্যাও কমছে। আপনার হাতে কোনো বিকল্প নেই। আমরা চুক্তি করলে আপনি ভালো অবস্থানে যাবেন। কিন্তু আপনি কৃতজ্ঞতা দেখাচ্ছেন না, যা ভালো লক্ষণ নয়।

রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন ট্রাম্পের আগে জো বাইডেন প্রশাসন থেকে কয়েকশ কোটি ডলারের অস্ত্র ও আর্থিক সহায়তা পেয়েছে। তবে গত ২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি বদলে যায়। ট্রাম্প জেলেনস্কির সমালোচনা করে আসছিলেন এবং যুদ্ধের জন্য তাকে দায়ী করেছিলেন।

এই কারণেই শুক্রবারের বৈঠকটি সকলের নজর কেড়েছিল এতে ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে কিছু ছাড় দিতে হবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ছাড় না দিলে আপনি চুক্তি করতে পারবেন না। তবে আশা করি, আপনাকে বড় কোনো ছাড় দিতে হবে না।

এ সময় জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেয়া উচিত নয়। তিনি পুতিনের প্রতি ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন এবং খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

ট্রাম্প ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তিনি জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, আপনি মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। ট্রাম্পও ভ্যান্সের কথায় সমর্থন জানান।এ সময় জেলেনস্কি উচ্চস্বরে বলেন, আমি বহুবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছি।

হোয়াইট হাউসে বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করা একটি সাধারণ রীতি। তবে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার পর হোয়াইট হাউস জানায়, দুই নেতা শীঘ্রই একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করবেন। কিন্তু কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এরপর জেলেনস্কি ও তার দল হোয়াইট হাউস ত্যাগ করেন।

বৈঠক শেষে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জেলেনস্কিকে উদ্দেশ্য করে লেখেন, তিনি যুক্তরাষ্ট্র ও হোয়াইট হাউসের ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার ফিরে আসতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *