হবিগঞ্জে হাজার কেজি পচা ছোলাবুট ফেলা হলো নদীতে

RisingBD – Home


হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১ মার্চ ২০২৫  
আপডেট: ০৮:৫৭, ১ মার্চ ২০২৫

নদীতে ফেলার জন্য ব্রিজে এনে রাখা পচা ছোলাবুটের বস্তা


হবিগঞ্জে এক হাজার কেজি পচা ছোলাবুট জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ছোলাবুট নদীতে ফেলে নষ্ট করা হয়। এসময় পচা পণ্য সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান করেন জেলা প্রশাসনের সমন্বয়ে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ।

জেলা প্রশাসনের সমন্বয়ে হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের অভিযান

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌধুরী বাজার এলাকায় বাদল রায়ের গুদামে অভিযান করা হয়। এসময় গুদামে পচা ১ হাজার কেজি ছোলাবুট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করা হয়। এসময় অভিযুক্ত শ্যামল দেবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, আসন্ন রমজান মাসে ভাল ছোলাবুটের সাথে পচা বুট বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন গুদামে রক্ষিত পামওয়েল তেল মজুদ না রেখে দ্রুত বিক্রির জন্য বলা হয়। 

অভিযানকালে সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। 

হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, বাজারে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/মামুন/টিপু

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *