সিলেট সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক

Kalbela News | RSS Feed

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার দমদমা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটকরা হলেন ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্লোমিং স্টার (৩২), একই জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে লোকাস (৫৫)।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাসকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *