Sarabangla | Breaking News | Sports | Entertainment
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৫ ২০:৪৫ | আপডেট: ১ জানুয়ারি ২০২৫ ২১:১৯
রাঙ্গামাটি: অনুমোদন সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র না থাকায় রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালকে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের বিজন সরণী এলাকায় ‘স্মৃতিটুকু থাক’ মার্কেটে অবস্থিত পপুলার ডায়াগনস্টিকে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।
ভ্রাম্যমাণ আদালত ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুর রহমানের সই জালিয়াতি করে পরীক্ষা-নিরীক্ষার ল্যাব রিপোর্ট দিচ্ছে রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক ও হসপিটাল। এমন একটি লিখিত অভিযোগ জেলা সিভিল সার্জন বরাবর দেন ওই চিকিৎসক। পরে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে ওই ডাক্তারের সঙ্গে চুক্তিনামা ও হাসপাতাল অনুমোদনের সকল বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। হাসপাতালের ল্যাব রিপোর্ট ও অভিযোগপত্র দেওয়া ওই ডাক্তারের সইয়ের মধ্যে সদৃশ্য পাওয়া যায়নি।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক জানান, পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের লাইসেন্স সংক্রান্ত জটিলতা থাকায় এটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব বৈধ কাগজপত্র প্রস্তুত না করেই তারা ডায়াগনস্টিকটি সচল করেছে। সকল বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত হসপিটালটি বন্ধ থাকবে।
রাঙ্গামাটির সিভিল সার্জন (সিএস) ডা. নূয়েন খীসা বলেন, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সই জালিয়াতি করে ল্যাব রিপোর্ট দেওয়ার লিখিত অভিযোগ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এক সহকারী অধ্যাপক। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।’
সারাবাংলা/এইচআই
পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল
রাঙ্গামাটি পপুলার