প্রথম আলো
নাম প্রকাশ না করার শর্তে শহরের একাধিক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, রাত একটা থেকে শ্রীমঙ্গল শহর খালি হয়ে যাওয়া শুরু করে। তাঁরা প্রতিবছর ঈদের আগের রাতে সারা রাত দোকান খোলা রাখেন। এবার এমনিতেই বেচাবিক্রি কম। এর মধ্যে মারামারির কারণে অনেক মালামাল অবিক্রীত থেকে গেছে। অনেকেই ঈদের কেনাকাটা করতে পারেনি। এতে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় শহরে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ ৫৬টি শটগানের ফাঁকাগুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে সাবেক মেয়র, বিএনপি নেতা মহসিন মিয়াসহ ১৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।