ডোমিনিকান রিপাবলিকে ধসে পড়ল নৈশক্লাবের ছাদ, মৃত ৯৮

Bangla Tribune

ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশক্লাবের ছাদ ধসে পড়ে অন্তত ৯৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন দেড় শতাধিক। দেশটির রাজধানী স্যান্তো দোমিঙ্গোতে মঙ্গলবার (৮ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার শিকার জেট সেট নাইটক্লাবটি সেখানকার মানুষের অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল। প্রতি সোমবার সেখানে নাচ ও গানের কনসার্ট আয়োজিত হয়। সে রকম একটি আয়োজনেই রাজনীতিবিদ, অ্যাথলেট এবং স্থানীয় বিখ্যাত ব্যক্তিবর্গসহ কয়েকশ দর্শকের সামনে গান পরিবেশন করছিলেন জনপ্রিয় শিল্পী রুবি পেরেজ।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে পেরেজ নিজেও রয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার। এছাড়া, নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় এক গভর্নর এবং মেজর লীগ বেজবলের সাবেক পিচার ওক্টাভিও ডোটেল। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান সাবেক অ্যাথলেট।

উদ্ধারকাজে চার শতাধিক কর্মীকে নিযুক্ত করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

জরুরি অভিযান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্দেজের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে জীবিত চাপা পড়ে আছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট আবিনাদের। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *