ইংল্যান্ডের ৫ দল যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, যেতে পারে ৭টিও

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আর্সেনাল। ইংলিশ ক্লাবটির দারুণ জয়ে কপাল খুলেছে ইপিএলে পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করা দলটির। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ড থেকে অংশ নিতে পারে ৭ দল, এমন সম্ভাবনা জেগেছে।

চ্যাম্পিয়ন্স লিগে বাড়তি একটি জায়গা নিশ্চিত করতে এসপ্তাহে উয়েফার যেকোনো টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর দরকার ছিল কেবল একটি জয়ের। সুযোগ কাজে লাগিয়েছে আর্সেনাল। তাদের জয়ে নিশ্চিত হয়েছে উয়েফা কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের শীর্ষ দুইয়ে থাকা।

৩৬ দলের পরিবর্ধিত ও পরিবর্তিত কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুটি দেশের পাঁচটি করে ক্লাব সুযোগ পায়। এবার যেমন সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। ইতালির বোলোনিয়া ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড সিরি আ ও বুন্দেসলিগায় পঞ্চম হয়ে সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে।

কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের হিসাব করা হয় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য ২ ও ড্রয়ের জন্য ১ পয়েন্ট যোগ হয় হিসাবে। চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোর জন্য বোনাস পয়েন্টও আছে। একটি দেশের সবকটি ক্লাবের পাওয়া পয়েন্ট যোগ করার পর ক্লাবসংখ্যা দিয়ে ভাগ করে বের করা হয় কোএফিশিয়েন্ট পয়েন্ট।

মঙ্গলবার পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে ইংল্যান্ডের সাতটি ক্লাবের বোনাসসহ মোট পয়েন্ট ১৬৯.৭৫০। সাত দিয়ে ভাগ করায় কোএফিশিয়েন্ট পয়েন্ট ২৪.৫৩৫।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ইংলিশ ক্লাবের খেলা তো নিশ্চিতই, সংখ্যাটা বেড়ে সাতও হয়ে যেতে পারে। অ্যাস্টন ভিলা যদি এবার প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে না থেকে শেষ করেও চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়, তবে সরাসরি খেলবে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহাম হটস্পার ইউরোপা লিগ জিতলেও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাবে। এই দুদলই এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ দশের বাইরে আছে।

চেলসি, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলার মতো দলগুলোর জন্য এটি দারুণ খবর। শীর্ষ চারে জায়গার জন্য তুমুল লড়াই চলছে এই চার দলের। সেখানে জায়গা এখন একটি বেশি মিলবে তা নিশ্চিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *