প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

Kalbela News | RSS Feed

নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ ও সংস্কার ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সময় চেয়েছে বিএনপি। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

বিএনপির সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষায় গুরুত্ব পেয়েছে জানিয়ে দলটির এই নীতি নির্ধারক বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলে দাবি করেন সালাহউদ্দিন আহমেদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *