প্রথম আলো
বিজিবি সূত্র জানায়, গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুর এলাকার মো. জুয়েল রানা (২৫) নামের এক যুবক তাঁদের অবৈধ পথে ভারতে নিয়ে যাচ্ছিলেন। পরে স্থানীয় জনতা তাঁদের আটক করে বিজিবির হাতে তুলে দেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, আটক নারীদের বিরুদ্ধে বিজিবি সদস্য বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল রোববার তাঁদের আদালতে পাঠানো হবে।