মাতারবাড়ি থেকে চুরি হওয়া কোটি টাকার মালামাল

Bangla News

কক্সবাজার: কক্সবাজারের মাতারবাড়ি থেকে চুরি হওয়া প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী।  


বুধবার (৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান চালায়। এসময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাতারবাড়ি পাওয়ার প্লান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।


এদিকে মাতারবাড়ি পাওয়ার প্লান্ট প্রজেক্ট হচ্ছে কক্সবাজারের মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময়ে মাতারবাড়ি পাওয়ার প্লান্ট প্রজেক্টের বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাংগেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ বিপুল মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মূল্য প্রায় এক কোটি টাকা।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। মাতারবাড়িসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চলবে।


বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *