সিলেটে লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Jamuna Television

সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গার্ড অব অনার দেয়ার জন্য লাল গালিচা বিছানো দেখে পুলিশ সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট বিমানবন্দর থানায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো (লাল গালিচা) না রাখতে বলার পরেও কেনো রাখা হলো। এগুলো এখনি উঠিয়ে ফেলো। যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো। এ সময় পুলিশ কমিশনারের খোঁজ করতেও দেখা যায় তাকে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এদিকে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে আর কোনও মব সহ্য করা হবে না। থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে। এ সময় মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেয়া হয়েছে। তবে সে বিষয়ে এখনও নতুন কোনো তথ্য নেই।

/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *