প্রথম আলো
পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, তাফসিরের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর ভাড়া বাসার ষষ্ঠ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ ওই ঘটনায় তাফসিরকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা গাঁজার দাম ১৭ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভাটারা থানার পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা তাফসির বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।