মিয়ামিতে মেসি-সুয়ারেজের সাথে চেনা ত্রয়ীতে ফিরতে চান নেইমার

চ্যানেল আই অনলাইন

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলার সময় লিওনেল মেসি, নেইমার জুনিয়ার ও লুইস সুয়ারেজ ত্রয়ীকে ‘এমএসএন’ ডাকা হতো। বার্সার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার সাথে সাথে তিনজন ভিন্ন ভিন্ন ক্লাবে চলে যান। এখন অবশ্য মেসি-সুয়ারেজ একসাথে মিয়েমিতে। মেজর লিগ সকারের ক্লাবটিতে আবার ত্রয়ী-জুটি হলে ভালো লাগবে, বলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

মেসি-সুয়ারেজ একই ক্লাবে খেলছেনই, নেইমারের এ মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হবে সৌদি ক্লাব আল হিলালে। সেখানে নতুন চুক্তি না করলে সুযোগ আসতেও পারে। দীর্ঘদিন চোটে ভোগার কারণে সৌদিতে খেলতেই পারেননি খুব একটা, সেজন্য নেইমারকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

নেইমার সম্প্রতি বলেছেন, ‘অবশ্যই, মেসি এবং সুয়ারেজের সাথে আবারও খেলার সুযোগ আসলে দারুণ হবে। তারা আমার বন্ধু। আমরা একে অপরের সাথে কথা বলি। এ ত্রয়ীর আবারও জুটি গড়া দারুণ হবে। আল হিলালে আমি খুশি আছি। সৌদি আরবেও আমার ভালো লাগছে। তবে কে জানে কখন কী হয়। ফুটবল পুরোপুরি বিস্ময়ে ভরা।’

‘যখন খরব আসে আমি প্যারিস সেইন্ট জার্মেইন থেকে বেরিয়ে যাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রে তখন দলবদলের মৌসুম শেষ হয়ে গিয়েছিল। তখন আমি সেই সুযোগটি পাইনি। সুতরাং, তারা যে সুযোগটি আমাকে দিয়েছিল সেটি ভালো ছিল, শুধু আমার জন্য নয় পরিবারের জন্যও। ফলে সৌদি আরবে যাওয়া আমার জন্য সেরা সুযোগ ছিল।’

GOVT

Shoroter Joba

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *