বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে সহজে হারাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শ্রীলঙ্কাকে দেড়শর মধ্যে আটকে জয়ের আশা জাগিয়ে মন্থর ব্যাটিংয়ে হার দেখল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারতে হলো ৩৩ রানের বড় ব্যবধানে। অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ রান। 

দিশা বিশ্বাস ১৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে হারের ব্যবধান কমান। বাংলাদেশ পেরোয় একশর গণ্ডি।

GOVT

শনিবার রাতে দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডের ১ নম্বর মাঠে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে থামে ১১০ রানে।

মন্থর ব্যাটিংয়ে জয়ের আশা শেষ হয়ে যায় শুরুতেই। ৫০ রান তুলতেই চলে যায় ১১.২ ওভার। হারাতে হয় ৪ উইকেট।

টপঅর্ডার ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। আগ্রাসী ওপেনার হিসেবে খ্যাতি থাকা দিলারা আক্তার ১৮ বলে ৯ রান করে ফেরেন। আরেক ওপেনা সাথি রানীর ব্যাট থেকে ৯ বলে ৬ রান। মুর্শিদা খাতুন তিনে নেমে ১০ বলে ৫ রান করে ফেরেন।

তাজ নেহার চেষ্টা চালান রান তোলার। ১৪ বলে দুটি চারে ১৬ রান করে ফেরেন। দ্রুত উইকেট হারানোয় জ্যোতিও হাত খুলে মারতে পারেননি। ৩৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। বাউন্ডারি মারেন মোটে একটি।

দিশার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪টি বাউন্ডারি। তবে এ পেসার বল হাতে সুবিধা করতে পারেননি। ১.২ ওভারে খরচ করেন ২৫ রান।

চামারি আতাপাত্তুকে দ্রুত ফেরানো গেলেও অল্পতে আটকানো যায়নি শ্রীলঙ্কাকে। হাসিনি পেরেরার ৩৯ বলে ৪৩ ও নিলাকশিকা সিলভার ২৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দেড়শর কাছে চলে যায় লঙ্কানরা।

বাংলাদেশের স্পিনার স্বর্ণা আক্তার সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান।

বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল অভিযান শুরু করবে টিম টাইগ্রেস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *