নড়াইলে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Bangla News


গ্রেপ্তার চঞ্চল শাহারিয়ার মিম

নড়াইলের লোহাগড়ায় জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার চঞ্চল নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। তিনি গত ২০১৯-২২ সাল পর্যন্ত নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।  


গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদাভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতা-কর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ০৯ ডিসেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রজু হয় লোহাগড়া থানায়। তবে এসব মামলায় আসামির তালিকায় চঞ্চল শাহারিয়ার মিমের নাম নেই।  


পৃথক মামলা তিনটিতে অভিযোগ তোলা হয়, গত বছরের ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলার সিঅ্যান্ডবি চৌরাস্তা ও উপজেলা গেট সংলগ্ন পৃথক দুটি এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে শান্তিপূর্ণ মিছিল করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগিতা অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে আহত হয়েছেন নিরীহ ছাত্র-জনতা।


লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে চঞ্চল শাহারিয়ার মিমকে আদালতে হাজির করা হবে।


এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *