গাজা সীমান্তে ৩ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা ইসরায়েলের

Jamuna Television

ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মানবিক সংকটের সম্মুখীন গাজা। লাখো ফিলিস্তিনি অপেক্ষা করছে খাবার ও বিশুদ্ধ পানির। এরইমধ্যে জাতিসংঘ জানিয়েছে, জরুরি খাদ্য, ওষুধ ও বেঁচে থাকার সরঞ্জামে ভর্তি প্রায় ৩ হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সহায়তার ওপর নির্ভর করছে গাজার ১০ লাখেরও বেশি শিশু। সংস্থাটি সতর্ক করে বলেছে, সহায়তা না পেলে গাজা ‘সম্পূর্ণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) কর্তৃক প্রেরিত খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দেয়ার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে।

সংস্থাটি জানিয়েছে, প্রবেশাধিকার পেলে ত্রাণ সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে সাহায্য কার্যক্রম শুরু করতে প্রস্তুত। ইউএনআরডব্লিউএ বলেছে, ‘ গাজার ১০ লাখ শিশু এই সহায়তার ওপর নির্ভরশীল, ত্রাণগুলো ছাড়া তাদের জীবন ঝুঁকিতে পড়বে’।

/এআই

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *