Jamuna Television
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল বৃহস্পতিবার (১ মে) স্থানীয় সময় দুপুরে গাজা যুদ্ধ পরিস্থিতি মূল্যায়ন করতে প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন বলা হয়, এই বৈঠকে নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বিস্তারের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিতে পারেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান ইতোমধ্যে এই পরিকল্পনার বিষয়ে নেতানিয়াহুর সাথে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সিদ্ধান্ত গাজায় ইসরায়েলি সামরিক কার্যক্রম আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে, যা ইতোমধ্যে সংঘাতপূর্ণ এই অঞ্চলের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।
/এআই