চ্যানেল আই অনলাইন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে পদ থেকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই দায়িত্ব পালন করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
হোয়াইট হাউস সূত্রে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ১ মে বৃহস্পতিবার বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ওয়ালৎস আমাদের জাতির স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করেছেন। জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ওয়ালৎসের অপসারণের পেছনে সাম্প্রতিক একটি ঘটনার ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা-সংক্রান্ত একটি বার্তার গ্রুপ চ্যাটে তিনি ভুলবশত একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হয়নি, তবে ওই ঘটনার পর থেকেই তিনি প্রভাব হারাতে শুরু করেন বলে প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।
এদিকে ওয়ালৎসের ঘনিষ্ঠ সহকারী ও এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অ্যালেক্স ওংও শিগগিরই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ওং উত্তর কোরিয়া সম্পর্কিত কূটনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
অন্তর্বর্তী দায়িত্বে আসা মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল নজির স্থাপন করতে যাচ্ছেন। তার আগে সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার, ১৯৭০-এর দশকে।