RisingBD – Home
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:২৬, ২ মে ২০২৫
পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা বাজার এলাকায় জাহিদুল ইসলাম নান্টু নামে একজন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনি পেটে ও হাতে গুলিবিদ্ধ হন।
বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টার পাগলা বাজারের আফসার করিম প্লাজার সিটি ব্যাংকের বুথের সামনে এ গুলি চালানো হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর শরীরে দুটি গুলি লেগেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী নান্টু বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে গাড়িতে ওঠার সময় দুই যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। পরে সেখান থেকে গাড়ি করে খানপুর হাসপাতালে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে গুলি লেগে ভেঙে যাওয়া গাড়ির কাঁচ পড়ে থাকতে দেখা যায়।
ঢাকা/অনিক/টিপু