বাড়ি থেকে ডেকে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কাটল দুর্বৃত্তরা

Kalbela News | RSS Feed

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের রগ কেটে দেয়।

আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলী (৪৫) বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। সে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর বিশ্বাস জানান, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান গাল ও ডান হাতের দুই স্থানে গভীর আঘাত রয়েছে। ডান হাতের কব্জির রগ কেটে গেছে। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন এবং চিকিৎসা চলছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, হাসান আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওসি আব্দুল মালেক আরও জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযোগ দিতে বলা হয়েছে। তবে শুক্রবার বিকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *