বান্দরবানে দৃকের আলোকচিত্র প্রদর্শনী শুরু

Google Alert – পার্বত্য অঞ্চল

বাংলাদেশের আলোকচিত্রের বিস্মৃত ইতিহাস সংরক্ষণের তাগিদ থেকে বান্দরবানের দুর্লভ সব ছবি নিয়ে গবেষণা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত বান্দরবান সদরের রাজার মাঠে মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ২০১৭ সালে আলোকচিত্রের ইতিহাস নিয়ে গবেষণামূলক কাজ শুরু হয়। এ গবেষণার ক্ষেত্র হিসাবে সমতলের কয়েকটি জেলার পাশাপাশি তিন পার্বত্য জেলাকে বেছে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় এ পর্যায়ে বান্দরবানে আলোকচিত্র শিল্পের ইতিহাস, আলোকচিত্রের গল্প এবং আদিবাসী আলোকচিত্রীদের সংগ্রাম ও জীবন তুলে ধরার চেষ্টা করেছে দৃক। প্রদর্শনীতে বান্দরবান জেলার ৮ জন আদিবাসী আলোকচিত্রীর কাজ স্থান পেয়েছে। আলোকচিত্রীরা হলেন মংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চ থুই ফ্রু মারমা, নু শৈ প্রু, চিন্ময় মুরুং, চিংশোয়ে ফ্রু (বাচিং), মং শৈ ম্রাই (মং শৈ), মংবোওয়াংচিং মারমা। ইতিহাস খুঁড়ে পাহাড়ি অঞ্চলের ছবি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, জীবন-জীবিকা ও তাদের স্মৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য দৃকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলোকচিত্রীরা। উদ্বোধনী আয়োজনে বান্দরবানের সব আলোকচিত্রীকে অভিনন্দন জানিয়েছেন দৃকের প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। তিনি বলেন, ইতিহাস থেকে ফিরে আসা এ ছবিগুলো যেন একেকটি উপাখ্যান। বহু বছর আগে যে পথে আপনারা হেঁটে এসেছেন এবং আপনাদের স্মৃতি তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। নিজেদের তোলা ছবি সযত্নে আগলে রাখার জন্য শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৃকের পরিচালক, নৃবিজ্ঞানী ও লেখক রেহনুমা আহমেদ। ১৬ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *