পতেঙ্গা সমুদ্র সৈকতে হচ্ছে ‘নাগরিক সুবিধা কমপ্লেক্স’ 

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

পর্যটকদের জন্য নগরের পতেঙ্গা বিচ এলাকায় ১৫ কাটা জমিতে তিনতলা বিশিষ্ট ‘নাগরিক সুবিধা কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম নগর ও উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পতেঙ্গা বিচে আসা পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।

জানা গেছে, কমপ্লেক্সটির নিচতলার পুরোটায় ওয়াশরুম ও গোসলের ব্যবস্থা থাকবে। নারী ও পুরুষদের জন্য ১০টি করে মোট ২০টি টয়লেট থাকবে। নারীদের জন্য হাইজিন কর্ণার, ব্রেস্ট ফিডিং কর্ণার, বার্থিং এর ব্যবস্থা এবং লকারসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। দোতলায় থাকবে নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। তিনতলা থাকবে ওয়াচ টাওয়ার ও রেস্টুরেন্ট।

ব্যবসায়ীদের ভাষ্য মতে, বিশেষ দিন বা জাতীয় দিবসে পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রায় দেড় লাখ লোকের সমাগম হয়। এছাড়া, শুক্রবার এক লাখের বেশি এবং দৈনিক ১০ হাজার মত লোকের সমাগম হয় পতেঙ্গা বিচে। মূল বিচের আগে আমপারা মার্কেটের বিপরীতে একটি মসজিদ থাকলেও মূল সমুদ্র সৈকত এলাকায় নামাজের কোন ব্যবস্থা নেই। ফলে বিচ এলাকায় ঘুরতে এসে নামাজ আদায় করা নিয়ে দুশ্চিন্তাই পড়তে হয়। অন্যদিকে, এত মানুষের জন্য সিডিএ’র নির্মিত একটি টয়লেট ছাড়া আর কোন মানসম্মত টয়লেট নেই।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম ও বাইরে থেকে বিভিন্ন উৎসবে লক্ষাধিক পর্যটক পতেঙ্গায় ঘুরতে আসে। পর্যটকদের সুবিধার কথা চিন্তা করেই গত বছর আমরা একটি অত্যাধুনিক টয়লেট নির্মাণ করেছি। এছাড়া, মূল বিচে নামাজের কোন ব্যবস্থা নেই। নামাজের ব্যবস্থা করার জন্য পর্যটকরা আমাদের অনুরোধ করেছেন। তাই পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে পতেঙ্গা বিচের মূল পয়েন্টে ‘নাগরিক সুবিধা কমপ্লেক্স’ নির্মাণে কাজ করছি।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *