Google Alert – প্রধান উপদেষ্টা
জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামকে ‘দৃষ্টান্ত’ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে নগরের জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অনেক রকম থিওরিটিক্যাল আলোচনা করেছি, সেসব আর করতে চাই না। আমরা চাই জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে। কিন্তু সেটা একবারেই হবে না। তাই আমাদেরকে ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা কেবল একটি প্রতীকী সমস্যা। এই সংকট নিরসনের মাধ্যমে অন্যান্য শহর ও জেলা উৎসাহিত হবে, তাই এই কাজে চট্টগ্রামকে সৃষ্টি করতে হবে দৃষ্টান্ত।’
ড. ইউনূস বলেন, ‘এবারের বর্ষা মৌসুমে শতভাগ সমাধান সম্ভব না হলেও লক্ষণীয় অগ্রগতি না হলে পূর্ববর্তী সব প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’
তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এবং প্রতিটি সংস্থাকে নিজ নিজ দায়িত্বে সক্রিয় থাকার নির্দেশ দেন। একই সঙ্গে নাগরিক সমাজের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। ইউনূস বলেন, ‘চট্টগ্রামের যে সক্ষমতা রয়েছে, তা অনেক শহরের নেই। এখন দরকার সেই সক্ষমতার সদ্ব্যবহার।’
সভায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ নগর উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজের প্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।