Google Alert – সেনা
Last Updated:
Rajnath Singh: পহেলগাঁও হামলার পর আজ জম্মু-কাশ্মীরের পুঞ্চ এয়ারবেসে পৌঁছন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেন রাজনাথ সিং।
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর আজ জম্মু-কাশ্মীরের পুঞ্চ এয়ারবেসে পৌঁছন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেন রাজনাথ সিং। রাজনাথ বলেন, “যে সব নাগরিক মারা গিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাই। এই অভ্যুত্থানে সেনারা আমাদের গৌরবান্বিত করেছেন। আপনারা যা করেছেন তাতে গোটা দেশ গর্বিত। আমি নাগরিক হিসাবেও গর্বিত। জম্মু কাশ্মীরের জনতাকে আমার প্রণাম জানাই।”
সেনাবাহিনীর জওয়ানদের উদ্বুদ্ধ করতে রাজনাথ সিংয়ের বার্তা, “আপনারা পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছেন। পাকিস্তান তা ভুলতে পারবে না। মানুষ সাধারণত জোশ পেলে তাঁর হুশ হারায়। আপনারা দুটোই বজায় রেখেছেন। আমি আপনাদের জন্য দেশের মানুষের বার্তা নিয়ে এসেছি।”
‘অপারেশন সিঁদুর’ শুধু নাম নয়। অপারেশন সিঁদুর একটা অঙ্গীকার। ভারত শুধু প্রতিরোধ করে না, ভারত আক্রমণ করে। বাঙ্কার-সহ যেখানে খুশি লুকিয়ে থাকুক জঙ্গিরা। ওদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবেই। ভারত বুঝিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকবে। ওদের বুকের ছাতিতে আমরা আঘাত হেনেছি। পাকিস্তান যেন আর তাদের ভূমিকে জঙ্গিদের ব্যবহার করতে না দেয়। এটা মনে রাখুক। পাকিস্তান ধোঁকা দিয়েছে ভারতকে। এর মূল্য ওদের চোকাতে হবে।” হুঁশিয়ারি দিয়ে বলেন প্রতিরক্ষামন্ত্রী।
একইসঙ্গে রাজনাথ সিং বলেন ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানকে দেশের অবস্থান জানিয়ে দিয়েছেন। যে বিরতি এসেছে তাতে পাকিস্তান জানিয়েছে ওরা মেনে চলবে। যদি ফের কিছু ঘটায় ওরা তাহলে এর জবাব অনেক দূর পর্যন্ত যাবে। পাকিস্তানের সঙ্গে কথা শুধু PoK আর সন্ত্রাসবাদ বন্ধ নিয়েই হবে। ভারতের নিশানা অত্যন্ত নিঁখুত। আমাদের মাথায় মেরেছিল আমরা ওদের বুকের ছাতি ছিন্নভিন্ন করে দিয়েছি।”
প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে জানান, “আন্তর্জাতিক ক্ষেত্রে সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তানের ভূমিকা নিয়ে জানানো হবে। ভারত বুঝিয়ে দিয়েছে তারা মুখের উপর জবাব দিতে পারে। আমাদের দেওয়া জবাব গোটা বিশ্ব দেখেছে। সন্ত্রাসবাদীরা ধর্ম দেখে মেরেছে, আমরা ওদের কর্ম দেখে মেরেছি। কাশ্মীর নিয়ে কোনও কথা হবে না, হবে PoK নিয়ে কথা।
রাজনাথ সিং সীমান্তে লড়াইয়ে ব্রতী এই জওয়ানদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনাদের ক্রোধ যথাযথ ভাবে ব্যবহার করে পহেলগাঁওয়ের বদলা নিয়েছেন। IMF কে ফান্ড যারা দেয়, তাদের মধ্যে ভারত আছে। পাকিস্তান কুমনের একটা উদাহরণ। আমরা খালি শান্তির কথা বলে আসি। কিন্তু আক্রমণ হলে জবাব দেওয়া আবশ্যিক। যেখানে ‘কুমতি’ সেখানেই বিপত্তি, এর উদাহরণ পাকিস্তান।
“আমাদের সেনাদের সম্মানের চোখে দেখা হচ্ছে। সেনার জন্য আমাদের কাজ চলবে। সেনা আমাদের সমস্ত পরিস্থিতির জন্য তৈরি। আধুনিক প্রযুক্তি ভারত বানিয়েছে। সন্ত্রাসের ঠিকানায় আঘাত হানতে সক্ষম আমরা। IAAC পাকিস্তানের আচরণ দেখুক। আপনারা এমন কিছু করুন যাতে পাকিস্তান আগামী দিনে আমাদের দিকে তাকাতে ভয় পায়।”
Kolkata,West Bengal