বান্দরবানে টানা বর্ষণ, পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি

Google Alert – পার্বত্য অঞ্চল

বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি। এর ফলে বান্দরবান শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, ওয়াবদা ব্রিজ, বনানী স’ মিলসহ বেশ কিছু নিন্মাঞ্চলে অর্ধশতাধিক ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে।

শুক্রবার (৩০ মে) দেখা গেছে, পানিবন্দি হয়ে পড়েছে বিভিন্ন এলাকার লোকজন। টানা বর্ষণে সাঙ্গু ও মতামুহুরী নদীর পানিও ক্রমাগত বাড়ছে।

জানা গেছে, বান্দরবান রুমা ও বান্দরবান থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড়ধসে পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সতর্ক করতে শহরে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দ্রুততম সময়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *