টানা বৃষ্টিতে কাপ্তাই সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

দেশে চলমান নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকেই চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়া। এতে চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়কের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাশাপাশি রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৩০ মে) সকালে তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা ও মরিয়মনগরে সড়কের ওপর ভেঙে পড়া গাছগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সদস্যরা।

এদিকে, কাপ্তাই উপজেলার একটি বসতবাড়ির ওপর বিশাল গাছ ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে বাড়ির সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় কাপ্তাইয়ের নতুন বাজার ঢাকাইয়া কলোনি, রাইখালী, ওয়াগ্গা এবং চিৎমরমের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী শতশত পরিবার আতঙ্কে রয়েছেন। তাঁদের অনেকেই এখনো নিরাপদ আশ্রয়ে না যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ইতোমধ্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে যেন ঝুঁকিতে থাকা বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যায়, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের একটি টিম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে স্থানীয় প্রশাসন সতর্ক করেছে। জনসাধারণকে জরুরি প্রয়োজনে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *