পাকিস্তানকে হুমকি দিলেন ভারতের নতুন সেনাপ্রধান|488390| Bangladesh Pratidin

Google Alert – সেনাপ্রধান

আপডেট :
০১ জানুয়ারি, ২০২০ ১৮:৩৩

পাকিস্তানকে হুমকি দিলেন ভারতের নতুন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

ভারতে ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ মুকুন্দ নারাভানে। নতুন দায়িত্ব নিয়েই প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুমকি দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

বুধবার এক সাক্ষাৎকারে চিরবৈরি পাকিস্তানকে হুমকি দেন ভারতের নতুন এ সেনাপ্রধান। 

মনোজ মুকুন্দ নারাভানে বলেন, জঙ্গি দমনের কৌশল আমাদের জানা রয়েছে। রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদদে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত। পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করে তবে প্রয়োজনে জঙ্গি হানার আগেই সন্ত্রাসের উৎসে আঘাত হানার অধিকার ভারতের আছে।’

তার মতে, সন্ত্রাসে মদত থেকে নজর ঘোরানোর অনেক চেষ্টা করেছিল পাক সেনাবাহিনী। কিন্তু তা ব্যর্থ হয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরে সেখানে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। 

এ সময় ভারতের সেনাবাহিনী নিয়ে তিনি বলেন, আমার সবার প্রথম কাজ হবে, বাহিনীকে এমনভাবে প্রস্তুত করা যাতে যেকোনো শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *