Google Alert – সেনাবাহিনী
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের নাপিত খাল এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে মেরামতের কাজ শুরু করে সকালে ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় এ জরুরি মেরামত কাজ সম্পন্ন করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের পাড়ের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে পুরো এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে আনোয়ারা সিইউএফএল অস্থায়ী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মেরামত কাজ শুরু করে।
বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামত না করলে জোয়ারের পানিতে ইউনিয়নের শত শত মানুষ ক্ষতির মুখে পড়তো।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনা ক্যাম্পের কমান্ডেন্ট মেজর রেজওয়ান বলেন, ‘জুঁইদন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সেনাবাহিনীর ১৫-২০ জনের একটি টিম সফলভাবে মেরামত করেছে। দেশের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।