ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল

Google Alert – সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এছাড়াও, পানি একটি ‘রেড লাইন’ (সিন্ধু পানিচুক্তি নিয়ে) এবং কাউকেই ২৪ কোটি পাকিস্তানির মৌলিক অধিকারের সঙ্গে আপস করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) সেনাবাহিনী অডিটোরিয়ামে ‘হিলাল টকস’-এ অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির।

 

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় বিভিন্ন বিষয়ে ইন্টারেক্টিভ সেশন এবং গ্রুপ আলোচনার মাধ্যমে ‘হিলাল টকস’ পাকিস্তানের শিক্ষা খাতের সদস্যদের মধ্যে নিজ নিজ দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য একটি ফোরাম হিসেবে কাজ করার উদ্দেশে তৈরি করা হয়েছে। 
 
 
পাক সেনাপ্রধান বলেন, শিক্ষকরা হলেন পাকিস্তানের সবচেয়ে বড় সম্পদ। আজ আমি যা, তা আমার বাবা-মা এবং শিক্ষকদের কারণে। পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনের দায়িত্ব শিক্ষকদের। আপনাদের (শিক্ষকদের) অবশ্যই পরবর্তী প্রজন্মের কাছে পাকিস্তানের ইতিহাস তুলে ধরতে হবে।’
 
ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 
যখন একটি জাতি লোহার প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকে, তখন বিশ্বের কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারে না।
 

আরও পড়ুন

ফিল্ড মার্শাল মুনির স্পষ্ট করে বলেন, ‘পাকিস্তান কখনোই কাশ্মীর ইস্যুতে কোনো আপস করবে না। ভারতকে বুঝতে হবে যে, পাকিস্তান কাশ্মীরকে ভুলে যাবে না এবং ত্যাগও করবে না।’ 

 
কাশ্মীর বিরোধ একটি ‘বৈশ্বিক সমস্যা’ হওয়ায় ভারতের পক্ষে আর তা দমন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
 
সূত্র: জিও নিউজ 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *