ব্যবসায়ীর বাড়ি থেকে ৬ শতাধিক বস্তা সরকা‌রি চাল জব্দ

Kalbela News | RSS Feed

জামালপুরের ইসলামপুরে সরকারি খাদ্য অধিদপ্তরের সিল সম্মিলিত ৬ শতাধিক বস্তা সরকারি চাল জব্দ ক‌রে‌ছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩০মে) রাত ৯টার দি‌কে উপ‌জেলার ইসলামপুর সদর ইউনিয়‌নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ার না‌মের এক চা‌ল ব্যবসায়ীর বাড়ি থে‌কে সরকারি খাদ্য অধিদপ্তরের সিল সম্মিলিত আনুমানিক ৬০০ বস্তা চাল জব্দ ক‌রেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) মো. রেজোয়ান ইফতেকার।

কাঁচিহার গ্রা‌মবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে আজগর আলীর ছেলে আনোয়ার সরকারি চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে কা‌লোবাজা‌রি করার জন্য তার বসত দুটি ঘ‌রে মজুত ক‌রে রাখ‌তো। প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌দের কা‌ছে বি‌ক্রি কর‌তেন।

এ বিষয়ে উপ‌জেলার ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীনের সাথে একাধিক বার তার মুঠো (০১৭১৮১২৭৫৮৯) ফোনে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের এলাকাবাসীরা জানান, এখা‌নে সরকা‌রি চাল কা‌লোবা‌জা‌রি রাখা হয় সেটা তাদের জানা ছিল না। সে গরিব মানু‌ষকে ঠ‌কি‌য়ে চালের ব্যবসা করছে। গোপ‌নে সে এই অবৈধ ব্যবসা কর‌ছে। চাল জব্দ করায় প্রশাসন‌কে ধন্যবাদ। সেইসঙ্গে চাল ব্যবসায়ীকে শা‌স্তি দাবি কর‌ছি।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ কালবেলাকে বলেন, সন্ধ্যার পরে সেনাবাহিনীর টহলরত টিম গোপন সংবাদ পেয়ে জনৈক আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই বাছাই করে চাল আমানত সংগ্রহের জন্য বাড়ির মালিক আনোয়ারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান কালবেলাকে জানান, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে ৬ শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করা হ‌য়ে‌ছে। যাচাই বাচাই শে‌ষে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *