রাঙ্গামাটির ২৯ এলাকায় পাহাড় ধসের শঙ্কা

Google Alert – পার্বত্য অঞ্চল

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কয়েক দিন ধরে দেশে বৃষ্টিপাত হচ্ছে। টানা ভারি বৃষ্টিপাতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ-সংক্রান্ত পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহরের ২৯টি এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় এসব এলাকায় বসবাসরত জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সদর উপজেলা প্রশাসনের তথ্য মতে, শহরের চম্পানিরমার টিলা, চেঙ্গীর মুখ, আব্দুল আলী একাডেমিসংলগ্ন ঢাল, মাতৃমঙ্গল, কাঁঠালতলী মসজিদ কলোনি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসংলগ্ন ঢাল, আলম ডকইয়ার্ড, গর্জনতলী মুখ, পুলিশ লাইন স্কুলসংলগ্ন ঢাল, অফিসার্স কলোনি, এডিসি হিলসংলগ্ন রাস্তার ঢাল, ওয়াপদা কলোনির বিএডিসি পাহাড়ের ঢাল, দুদক অফিসের ঢাল, দেওয়ানপাড়া পাহাড়ের ঢাল, স্বর্ণটিলা পাহাড়ের ঢাল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া রাজমনিপাড়া পাহাড়ের ঢাল, মুসলিমপাড়া পাহাড়ের ঢাল, পোস্ট অফিস কলোনি পাহাড়ের ঢাল, চম্পকনগর পাহাড়ের ঢাল, গৌধুলী আমানতবাগ স্কুলের পাহাড়ের ঢাল, কাদের ম্যানশন এলাকা, নতুন পাড়া পাহাড়ের ঢাল, আনসার ক্যাম্পসংলগ্ন পাহাড়ের ঢাল, উলুছড়া, শিমুলতলী, রূপনগর ও লোকমন্দির এলাকাও রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। তবে ঝুঁকিপূর্ণ এসব এলাকায় কতটি পরিবার বা লোকজন বাস করছে এ-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি প্রশাসন।

সদর উপজেলা ও পৌর এলাকায় পাহাড় ধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ২৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে পাওয়া সবশেষ তথ্য মতে, শহরের লোকনাথ মন্দির কেন্দ্রে ১৮টি পরিবারের ৬৬ জন আশ্রয় নিয়েছেন। তাদের দুপুরে খাবার দেয়া হয়েছে, রাতেও খাবার দেয়া হবে। তবে রাতে আশ্রয় কেন্দ্রে আরো মানুষ ঠাঁই নিতে পারেন।

এদিকে গত বুধবার থেকে রাঙ্গামাটিতে ভারি ও মাঝারি আকারে থেমে থেমে বৃষ্টিপাতের প্রভাবে ছোট ছোট পাহাড় ধসের খবর পাওয়া গেছে। গতকাল শহরের ভেদভেদী যুব উন্নয়ন এলাকায় একটি পাহাড় ধসের খবর পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *