‘নির্দিষ্ট কিছু মানুষ অভ্যুত্থানের সুফল ভোগ করতে চাইলে আস্তাকুঁড়ে যাবে’

Bangla Tribune

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান হয়। অভ্যুত্থানে বিজয়ের সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে গয়েশ্বর বলেন, আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি। তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান জনগণ, দেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি যা করতেন না, তা বলতেন না। স্বাধীনতা-স্বার্ভভৌমত্বের স্বার্থে সবসময় গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না। প্রচারই তার পিছু নিতো।

দেশের সত্যিকার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।

প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি ও তার শাসনামলের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *