আজ থেকে পোশাক কারখানা গুলোতে গ্যাস সংকট থাকবে না: ফাওজুল কবির খান

Google Alert – সেনাপ্রধান

আজ থেকে তৈরি পোশাক কারখানা গুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

 

শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

 

 

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসময় আরও বলেন,আজ থেকে সব পোশাক কারখানায় লাই বাড়বে এবং চারটা নতুন এলএমজি কারগো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে। তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না।

 

 

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোন কারণ নেই এবং কোন অচল অবস্থাও নেই আন্দোলনকারীদের যেসব দাবি দাওয়া আছে, যে গুলো যৌক্তিক সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এর আগে উপদেষ্টা আশুলিয়ার ঢাকা পল্লীবিদ্যুৎ-১ অফিস পরিদর্শন করেন।

 

 

এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা ভুয়া ভুয়া স্লোগান করেন।ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সমন্বয়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন এজিএম(এমএস)বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হলে ভবিষ্যতের কঠোর আন্দোলনের গ্রহণ করা হবে জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *