দীঘিনালা ও লক্ষ্মীছড়িতে নদীতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

RisingBD – Home


খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৩১ মে ২০২৫  


খাগড়াছড়ির দীঘিনালা ও লক্ষ্মীছড়ি উপজেলায় নদীর পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়িতে মাইনি নদীতে নিখোঁজ হন তড়িৎ চাকমা (৫৫)। এর ২৪ ঘণ্টা পর শনিবার (৩১ মে) সকাল সাড়ে  ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ মরদেহ উদ্ধার করে। মরদেহটি দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে তড়িৎ চাকমার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে মাইনি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন তড়িৎ চাকমা। এর পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করা হয়।

অপরদিকে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন উক্রাচিং মারমা (১৯)। স্থানীয়দের সহায়তায় শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। কয়েক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার (ভারপ্রাপ্ত কমকতা) মো. রফিক আহম্মদ। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

উক্রাচিং মারমার মৃতদেহ সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু বড়ুয়ার মাধ্যমে তার পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

ঢাকা/রূপায়ন/রফিক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *