পাচার হওয়া অর্থ ফেরত ও সমর্থনের বিষয় অগ্রাধিকার

প্রথম আলো

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। পাশাপাশি দেশের গণতান্ত্রিক উত্তরণ–প্রক্রিয়ায় দেশটির সমর্থন আদায়ে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গতকাল বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

চার দিনের সফরে ৯ জুন লন্ডন যাচ্ছেন অধ্যাপক ইউনূস। লন্ডন সফরে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্রাসাদে দেখা করবেন। এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *