যমুনা সেতু পার হলে আর জ্যাম নেই

jagonews24.com | rss Feed

যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট দেখা যায়নি। স্বস্তিতে ঘরে ফিরছেন ঘরমুখো মানুষ। সড়কে যাত্রী নিয়ে চলাচল করছে নানা ধরনের যানবাহন। তবে পণ্যবাহী যানবাহন চলাচল কমেছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে ভোরে সেতুর টোল প্লাজায় কিছুটা জট সৃষ্টি হলে ঢাকার লেন বন্ধ করায় সেটি দূর হয়।

কড্ডার মোড় এলাকায় কথা হয় ঢাকা থেকে ফেরা আল-আমিনের সঙ্গে। তিনি জানান, এবার কোন দুর্ভোগ ছাড়াই পরিবার নিয়ে গন্তব্যে ফিরেছেন। তবে ভাড়া কিছুটা বেশি নেয়ার অভিযোগ করেন তিনি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জাগো নিউজকে বলেন, স্বাভাবিক সময়ে ১৬ থেকে ১৮ হাজার যানবাহন সেতু পারাপার হয়। তবে ঈদকে কেন্দ্র করে এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিনগুণ।

যমুনা সেতু পার হলে আর জ্যাম নেই

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এ তথ্য জানান যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে হাইওয়ে পুলিশ। এছাড়া ছয় শতাধিক জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

এম এ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *