ইন্টার ছেড়ে আল হিলালে ইনজাগি

Bangla News

ইন্টার মিলানের হয়ে মৌসুমটা খারাপ কাটেনি সিমোনে ইনজাগির। তবে শিরোপার খুব কাছাকাছি গিয়েও প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে।

শেষ পর্যন্ত বিদায় নিলেন ক্লাব থেকে। নতুন ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।

গতকাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আল হিলাল। তারা জানায়, ‘চলে এসেছেন ইতালিয়ান জিনিয়াস। ’ ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছেন ইনজাগি। যদিও তার পারিশ্রমিক প্রকাশ করেনি ক্লাবটি, তবে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী প্রতি মৌসুমে তিনি আয় করতে পারেন ২ থেকে ৩ কোটি ইউরোর কাছাকাছি।


২০০৮ সালে ফুটবলকে বিদায় জানানো এই সাবেক ফরোয়ার্ড কোচিং ক্যারিয়ার শুরু করেন লাৎসিওর সঙ্গে। সেখানে পাঁচ বছর কাটিয়ে তিনি দলকে এনে দেন একটি ইতালিয়ান কাপ ও দুটি সুপার কাপের শিরোপা। এরপর ২০২১ সালে যোগ দেন ইন্টার মিলানে। তার অধীনে ক্লাবটি জেতে একটি সেরি আ, দুটি ইতালিয়ান কাপ ও তিনটি সুপার কাপ।


তবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারবার হতাশ হতে হয় ইনজাগিকে। টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির কাছে হারার পর এবার ফাইনালে বড় ব্যবধানে হারে পিএসজির কাছে।


চলতি মৌসুমে একসময় ট্রেবল জয়ের স্বপ্ন দেখছিল ইন্টার। কিন্তু ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানের কাছে হার, সেরি আতে নাপোলির পেছনে এক পয়েন্টে থেকে দ্বিতীয় হওয়া এবং শেষ পর্যন্ত ইউরোপের ফাইনালেও হারের ফলে শূন্য হাতে শেষ হয় তাদের অভিযান। এরপরই ইনজাগির সঙ্গে ক্লাবের সম্পর্কের ইতি ঘটে। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে পারস্পরিক সমঝোতায় বিদায়, বাস্তবে সেটি কার্যত বরখাস্ত বলেই ধরা হচ্ছে।


আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *