বাঘাইছড়িতে জেএসএস’র গুলিতে শিশু আহত হওয়ার ঘটনায় চার সংগঠনে নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান

CHT NEWS


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৬ জুন ২০২৫


রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যদের গুলিতে এক শিশু আহত হওয়ার
ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে জানিয়েছে চার সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ,
গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি
ছাত্র পরিষদ (পিসিপি)।

সংগঠনগুলোর পক্ষ থেকে অবিলম্বে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে জাতীয় অস্তিত্ব
রক্ষার্থে ঐক্য ও সমঝোতার ভিত্তিতে বৃহত্তর আন্দোলনে গড়ে তুলতে জেএসএসের প্রতি আহ্বান
জানানো হয়েছে।

আজ শুক্রবার (৬ জুন ২০২৫) পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, গণতান্ত্রিক
যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পাহাড়ি
ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই নিন্দা
ও সংঘাত বন্ধের আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আজ সকালে বাঘাইছড়ির বঙ্গলতলী শুভ রঞ্জন কার্বারি পাড়ায় জেএসএস
সশস্ত্র দলের সদস্য কর্তৃক ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা করা হলে এতে প্রজ্ঞা চাকমা
(৫) নামে এক শিশুর পায়ে গুলিবদ্ধ হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

নেতৃবৃন্দ বলেন, জেএসএস সন্তু গ্রুপের ফ্যাসিস্ট নীতির কারণে অনেক নেতা-কর্মী, সমর্থক
ও সাধারণ নারী-শিশু-বৃদ্ধ প্রাণ হারিয়েছে, আহত হয়ে অনেকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য
হচ্ছে। এই সংঘাত বন্ধ না করলে আরও অনেক নিরীহ লোকজনের প্রাণহানির সম্ভাবনা রয়েছে।

নেতৃবৃন্দ, এই সংঘাত কেবলমাত্র তাদেরকেই লাভবান করে যারা পাহাড়ি জাতিসত্তাগুলোর ওপর
চিরকাল শাসন শোষণ জারী রাখতে চায় বলে মন্তব্য করেন এবং বলেন যারা ঐক্যের বিরোধিতা করে
সংঘাত জিইয়ে রাখতে চায় তারা কখনই জনগণের বন্ধু নয়।

পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক তনুময় চাকমা স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *