কোভিডে আক্রান্ত হয়ে আবারও মাঠের বাইরে নেইমার

Kalbela News | RSS Feed

ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য আরও একবার হতাশার খবর—কোভিড-১৯ (করোনা) পজিটিভ হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সান্তোস ফুটবল ক্লাব নিশ্চিত করেছে, ভাইরাল লক্ষণ দেখা দেওয়ার পর পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

সান্তোসের মেডিকেল বিভাগ জানায়, গত বৃহস্পতিবার (৫ জুন) নেইমার অসুস্থতার লক্ষণ দেখানোর পর তার ল্যাবরেটরি পরীক্ষা করা হয়, যেখানে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সান্তোস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভাইরাল উপসর্গ দেখা দেওয়ার পর বৃহস্পতিবার নেইমার জুনিয়রের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। মেডিকেল বিভাগের পর্যালোচনার ভিত্তিতে তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফুটবলার বৃহস্পতিবার থেকেই ক্লাব কার্যক্রম থেকে বিরত আছেন এবং বর্তমানে ঘরে বিশ্রামে আছেন ও উপসর্গ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।’

২০২৩ সালে আল-হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। তবে ইনজুরি এবং ফিটনেস সমস্যা মিলিয়ে ২০২৫ সাল পর্যন্ত মাত্র ১২টি ম্যাচেই মাঠে নামতে পেরেছেন এই ফরোয়ার্ড। আর এবার কোভিডে আক্রান্ত হয়ে আরও একবার ছিটকে গেলেন মাঠের বাইরে।

যদিও আশার খবর হলো, নেইমার ইতোমধ্যেই সান্তোসের ফোর্টালেজার বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছিলেন না। সেই ম্যাচ শেষ হয়েছে শুক্রবার। ক্লাব বিশ্বকাপের বিরতির কারণে সান্তোসের পরবর্তী ম্যাচ প্রায় এক মাস পর, পালমেইরাসের বিপক্ষে। ফলে এই সময়ের মধ্যেই নেইমার সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

নেইমারের এই অবস্থা সত্ত্বেও সান্তোস এবং তার ভক্তরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন এবং মাঠে নিজের পুরনো ঝলক দেখাবেন। কোভিড থেকে দ্রুত আরোগ্য লাভ করে নেইমার কবে মাঠে ফিরবেন, এখন সেটাই দেখার অপেক্ষা। তবে সেটি সান্তোসে কি না তা নিয়ে সন্দেহ আছে?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *