Google Alert – বাংলাদেশ
হামজা চৌধুরীর আসায় একটা বাঁকবদল হয়েছে, মাঠ বিমুখ ফুটবলপ্রেমীরা ফিরতে শুরু করেছে গ্যালারিতে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে প্রত্যাশার পারদ চড়ছে আরও উচুঁতে। ভুটান ম্যাচের জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস। সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে তাই প্রত্যাশা ডাল-পালা মেলছে চারদিকে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ারও মনে হচ্ছে, এই ম্যাচের ফল দেশের ফুটবলের জন্য হতে পারে ‘টার্নিং পয়েন্ট।’
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে থাকবে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ। ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারতের মতো হংকং ও সিঙ্গাপুরেরও পয়েন্ট সমান ১ করে। শীর্ষে ওঠার দুয়ার তাই খোলা চার দলের সামনে।
এই ম্যাচ সামনে রেখে এক সপ্তাহের একটু বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। মাঝে ভুটানের সাথে ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচে নিজেদের জামাল-সোহেল-হামজারা ঝালিয়ে নিয়েছেন আরেকটু ভালোভাবে। শনিবারের মতো রোববারও হাভিয়ের কাবরেরা ‘ক্লোজ-ডোর’- এ ঢুকেছেন নিবিড় প্রস্তুতি নিতে।
প্রস্তুতি নিচ্ছেন ফুটবলপ্রেমীরাও। ভুটান ম্যাচে স্টেডিয়ামে ঢুকতে দেরি হওয়ার ধৈর্য্যর বাঁধ ভেঙেছিল সমর্থকদের। গেট ভেঙে গ্যালারিতে ঢুকেছিলেন তারা। ষষ্ঠ মিনিটে জামালের কর্নার থেকে হামজার হেডে করা গোলটি দেখা হয়নি অনেকের। অনেকে শুধু দেখতে পেরেছিলেন দ্বিতীয়ার্ধ থেকে; গ্যালারিতে বসে উপভোগ করতে পেরেছিলেন এই অর্ধে সোহেল রানার করা গোলটি।
ভুটান ম্যাচের জয়ে সমর্থকদের চাওয়া বেড়েছে আরও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জামাল বললেন, সে চাওয়া পূরণের প্রস্তুতি তাদের আছে। তবে কাজটা সহজ নয় মোটেও।
“ভুটান ম্যাচ জিতে সিঙ্গাপুরকে কিছুটা হলেও বার্তা দিতে পেরেছি। তবে ওরাও শক্তিশালী দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে। ওদের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য একটু কঠিনই হবে।”
মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে ঢাকায় শনিবার রাতে পৌঁছায় সিঙ্গাপুর দল। এসেই ক্লোজ-ডোর অনুশীলনের পথে হেঁটেছে তারাও। বাংলাদেশ ম্যাচ তাদের জন্যও গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার উপলক্ষ্য। তবে সিঙ্গাপুরের চাওয়া ভেস্তে দিয়ে জয়োৎসব করতে উন্মুখ জামাল। এই ম্যাচের প্রভাবকে অধিনায়ক দেখছেন বড় পরিসরে।
“সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আসলে আমাদের দলটা দিনকে দিন উন্নতি করছে। শক্তিশালী হচ্ছে। যদি সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমাদের ফুটবলের যে জনপ্রিয়তা আছে, সেটা আরও বাড়বে।”