কানাডায় পানিতে ডুবে দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন

কানাডার অন্টারিও প্রদেশের লিনজি এলাকার একটি হ্রদে ক্যানো উল্টে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

স্থানীয় সময় রবিবার (৮ জুন) দুপুর ৩টার দিকে টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক অঞ্চলের একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোতে ওঠেন এই দুই বন্ধু ও রাকিবের ছেলে। হঠাৎ করে প্রবল বাতাসে ক্যানোটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাইফুজ্জামান ও রাকিব পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্টারিও প্রাদেশিক পুলিশের মেরিন ইউনিট, ফায়ার সার্ভিস ও এভিয়েশন টিম। দীর্ঘ তল্লাশির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ জানায়, ক্যানোতে কোনো লাইফ জ্যাকেট পরা ছিল না, যা দুর্ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তোলে।

এ ঘটনায় কানাডার বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার ফাউন্ডিং প্রেসিডেন্ট সুবির কুমার দে বলেন, এই দুই ব্যক্তিত্ব শুধু বাংলাদেশেই নয়, প্রবাসেও অত্যন্ত সম্মানিত ও জনপ্রিয় ছিলেন। তাঁদের মৃত্যুতে আমরা এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি।

প্রয়াত ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ছিলেন পেশাগত দক্ষতা ও বিনয়ী আচরণের জন্য বিমানের পাইলটদের মধ্যে অত্যন্ত সমাদৃত। অন্যদিকে আব্দুল্লাহিল রাকিব দেশের তৈরি পোশাক খাতের একজন সফল উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে সুপরিচিত ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *