চ্যানেল আই অনলাইন
ঈদের ছুটির বাড়তি আনন্দ উপভোগ করতে পাহাড়মুখী মানুষের ঢল নেমেছে খাগড়াছড়িতে। ঈদের চতুর্থ দিনেও জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যদিও এখন পর্যন্ত স্থানীয় পর্যটকদের উপস্থিতিই বেশি, সংশ্লিষ্টরা বলছেন, ছুটির বাকি দিনগুলোতে বাইরের জেলার পর্যটক সংখ্যা বাড়বে।
জেলা শহরের আশপাশের আকর্ষণীয় সব স্থানে ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। আলুটিলা, রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কসহ সব কেন্দ্রেই পর্যটকের কোলাহল। এসব স্থানের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে বদলে যাওয়া আলুটিলা এলাকা এবং সেখানে নির্মিত ব্যতিক্রমী সেতু।
রহস্যময় গুহা ও রিছাং ঝর্ণার প্রাকৃতিক শীতলতা ও সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা। শহর থেকে কিছুটা দূরে থাকা হটিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, নয়াভিরাম লেকও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়া মায়বিনী লেক, হাতি মাথা পাহাড়, দেবতা পুকুর, তৈদু ছড়া ঝর্ণা ও পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র দেখতে ভিড় করছেন ভ্রমণপ্রেমীরা।
পর্যটনকে ঘিরে গড়ে ওঠা হস্তশিল্প দোকানগুলোতেও দেখা গেছে বেচাকেনার ব্যস্ততা। দোকানিরা জানিয়েছেন, পর্যটকদের ভিড় বাড়ায় বিক্রিও ভালো হচ্ছে। হোটেল, রিসোর্টগুলোতে আগাম বুকিংও রয়েছে চাহিদার তুঙ্গে।
জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, “দীর্ঘ ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
পাহাড়ি সৌন্দর্য আর ঈদের আনন্দ—দুইয়ের মেলবন্ধনে উৎসবে মেতেছে খাগড়াছড়ি। আগামী দিনগুলোতে পর্যটকের ঢল আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।